বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪২:২২

হারিকেন মেলিসার কারণে সৃষ্ট বন্যায় ২৫ জনের মৃত্যু

হারিকেন মেলিসার কারণে সৃষ্ট বন্যায় ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : হারিকেন মেলিসার কারণে সৃষ্ট বন্যায় হাইতিতে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন শিশু। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছে। তবে শহরের মেয়র জানিয়েছেন, পেটিট-গোভে নদীর পানি উপচে পড়লে ২৫ জন নিহত হয়েছে।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) এর আগে সতর্ক করে দিয়েছিল, মেলিসা বিপর্যয়কর আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ হতে পারে। হাইতি হারিকেনের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

দক্ষিণ হাইতির পেটিট-গোয়েতে ধসে পড়া ঘরবাড়িতে অনেক মানুষ আটকা পড়ে আছে। মেয়র জিন বার্ট্রান্ড সুব্রেম এপিকে বলেন, ‘পরিস্থিতি দেখে আমি অভিভূত। ’ হাইতির দক্ষিণ উপকূলে অনেক বাড়িঘর ভেসে গেছে।

ওয়ার্ল্ড রিলিফ এনজিওর প্যাসকেল বিমেনিমানা বর্ণনা করেছেন, ‘আপনি দেখতে পাচ্ছেন অনেক ছাদ ভেঙে পড়েছে। মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ পরিষ্কার করছে।’ বিমেনিমানা বলেছেন, দেশের দক্ষিণে ৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

হারিকেন মেলিসা ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন অংশে বিপর্যয় সৃষ্টি করেছে। যার মধ্যে জ্যামাইকা, কিউবা এবং হাইতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্যামাইকায় ১৮৫ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস বয়ে যাওয়ায় এই ঝঢ়ে দ্বীপের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন রয়েছে। 

যদিও জ্যামাইকায় এখনো কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি, তবে মন্টেগো বে-এর মেয়র রিচার্ড ভার্নন বিবিসিকে বলেছেন, ‘ভোরবেলায় তার প্রথম কাজ হবে সবাই বেঁচে আছে কি না খুঁজে বের করা।’ হারিকেনটি বর্তমানে উত্তর-পূর্বে বাহামা এবং বারমুডার দিকে অগ্রসর হচ্ছে। সূত্র : বিবিসি, সিএনবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে