শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০৪:৪২:৫৫

ইয়েমেনে জঙ্গি হামলা, নিহত ১৬

ইয়েমেনে জঙ্গি হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে জঙ্গি হামলায় নিহত সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ৪ ভারতীয় সন্ন্যাসিনী সহ ১৬ জন। ইয়েমেন নিরাপত্তা সূত্রে খবর, এডেনের শেখ ওথম্যানে মাদার টেরেসা প্রতিষ্ঠিত ‘মিশনারি অফ চ্যারিটি’র একটি বৃদ্ধাশ্রমে হামলা চালায় তারা।

জিবুতিতে নিযুক্ত ভারতীয় ক্যাম্প অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিদের সংখ্যা ছিল ২-৪। তারা হোমে এসে নিরাপত্তারক্ষীকে গেট খুলে দিতে বলে। বলে, তারা তাদের বৃদ্ধা মায়েদের সঙ্গে দেখা করতে এসেছে। ভিতরে ঢুকেই এলোপাথারি গুলি করতে শুরু করে তারা। এই হামলায় মৃত্যু হয় ১৬ জনের। তাদের মধ্য ৪ জন ভারতীয় সন্ন্যাসিনী। ঘটনার পর পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সন্ন্যাসিনীদের মধ্যে একজন নিরাপত্তা রক্ষীদের মুখে ‘রান’ ‘রান’ শব্দ শুনে স্টোর রুমের ফ্রিজের ভিতর আশ্রয় নেন। কোনোরকমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। ওই হোমে মোট ৮০ জন বাসিন্দা ছিলেন। সন্ন্যাসিনী জানিয়েছেন, প্রত্যেকটি ঘরে ঢুকে মাথায় গুলি চালায় জঙ্গিরা।

এডেনের এক প্রশাসনিক কর্মকর্তা এই ঘটনার পিছনে জঙ্গিগোষ্ঠী আইএসের যোগ রয়েছে বলে জানিয়েছেন।

ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, যেসব ভারতীয়র মৃত্যু হয়েছে, তাদের ব্যাপারে সমস্ত কিছু জানার চেষ্টা করছে সরকার।

প্রসঙ্গত, হিংসার কারণেই গত বছর ইয়েমের রাজধানী সানা থেকে জিবুতিতে স্থানান্তরিত করা হয় ভারতীয় দূতাবাস।
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে