শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০৫:৩২:৩৫

যুদ্ধ কি শুরু হচ্ছে, চীনের সীমানায় মার্কিন যুদ্ধজাহাজ?

যুদ্ধ কি শুরু হচ্ছে, চীনের সীমানায় মার্কিন যুদ্ধজাহাজ?

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় একটি ছোট নৌবহর পাঠাল মার্কিন নৌবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, নৌবহরটিতে রয়েছে বিমানবাহী রণতরী জন সি. স্টেনিস, দু’টি ডেস্ট্রয়ার, দু’টি ক্রুজার বা মাঝারি আকারের কামানবাহী যুদ্ধজাহাজ এবং মার্কিন ৭ম নৌবহরের প্রধান জাহাজ ব্লু রিজ।

স্টেনিসের সঙ্গে থাকা দু’টি ডেস্ট্রয়ারের নাম চুং-হুন ও স্টকডেইল এবং ক্রুজার দু’টির নাম অ্যান্টিয়েটাম ও মোবাইল বে। জাপানে মোতায়েন মার্কিন ৭ম নৌবহরের কমান্ডিং জাহাজ ব্লু রিজকেও এই বহরের সঙ্গে পাঠানো হয়েছে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে যখন পূর্ব এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময়েই সেখানে নৌবহর পাঠালো আমেরিকা।

সাগরটির প্রায় পুরো মালিকানা চীন দীর্ঘদিন দাবি করলেও আঞ্চলিক আরো কিছু দেশ এর স্বত্ত্ব দাবি করছে। মার্কিন সরকার ওইসব দেশের পক্ষ হয়ে সেখানে চীনের বিপক্ষে অবস্থান নিয়েছে। ওয়াশিংটন দাবি করছে, ‘অবাধ নৌচলাচল’ আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরের জলসীমায় অনুপ্রবেশের অধিকার তার রয়েছে। তবে বেজিং ওয়াশিংটনের এই পদক্ষেপকে চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে ঘোষণা করেছে।
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে