রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৮:৩২:৪২

মার্কিন রণতরীর মুখোমুখী চীনা নৌবহর, কি ঘটবে এবার?

মার্কিন রণতরীর মুখোমুখী চীনা নৌবহর, কি ঘটবে এবার?

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছে মার্কিন বিমানবাহী জাহাজসহ রণতরীর একটি বহর। এর ওপর গভীর নজর রেখেছে চীনা নৌবাহিনী। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখী অবস্থানে চলে আসে। কি ঘটলো তারপর?

জাপানে মোতায়েন ৭ম মার্কিন নৌবহরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছোট নৌবহরটিতে বিমানবাহী জাহাজ ইউএসএস স্টেনিন্স, ক্ষেপণাস্ত্রবাহী ২টি রণতরী এবং একটি সরবরাহ জাহাজ রয়েছে।

গত মঙ্গলবার থেকে দক্ষিণ চীন সাগরের পূর্বাঞ্চলে এ নৌবহর টহল দিচ্ছে। ফিলিপাইন এবং তাইওয়ানের মধ্যে অবস্থিত লুজোন প্রণালী দিয়ে এ বহর দক্ষিণ চীন সাগরে ঢুকেছে।

এ দিকে নৌবহরের কাছাকাছি এলাকায়ই চীনা নৌবহর টহল দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন নৌবহরের কাছাকাছি এলাকায় চীনা নৌবহরের তৎপরতা বেড়েছে।

মার্কিন বিমানবাহী রণতরীর কমান্ডার ক্যাপ্টেন গ্রিফ হফম্যান বলেছেন, অতীতে মার্কিন নৌবহরের এতো কাছাকাছি চীনা নৌবহরের তৎপরতা দেখা যায় নি।

অবশ্য মার্কিন এবং চীনা নৌবহরের মধ্যে এখনো কোনো সমস্যা দেখা যায় নি। পরস্পরের সঙ্গে পেশাদারি যোগাযোগ বজায় রয়েছে বলেও জানান তিনি।

মার্কিন নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী মোতায়েনকে রুটিন তৎপরতা হিসেবে দাবি করেছে।

০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে