রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৮:৪৬:১৫

উ. কোরিয়ার জাহাজ আটকে দিল ফিলিপাইন, কি করবেন কিম?

উ. কোরিয়ার জাহাজ আটকে দিল ফিলিপাইন, কি করবেন কিম?

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সদ্য ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার একটি মালবাহী জাহাজ আটক করেছে ফিলিপাইন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এক ঘোষণায় বলেছে, মালবাহী জাহাজ ‘জিন তেং’কে আটকের পর ফিলিপাইনের সুবিক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চার্লস জোন্স বলেছেন, জাতিসংঘের একটি দল আগামী তিনদিন ধরে জাহাজটিতে তল্লাশি চালাবে। সুবিক বন্দরের কাছে একটি মার্কিন বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর এই প্রথম কোনো দেশ এটির বাস্তবায়ন করল।

ফিলিপাইনের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র কুয়ে জোন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে গোটা বিশ্ব উদ্বিগ্ন এবং জাতিসংঘের সদস্যদেশ হিসেবে ফিলিপাইন এই সংস্থার নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে বাধ্য।

ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার জাহাজাটিতে পাম তেলের বিচি রয়েছে এবং প্রাথমিক তল্লাশিতে জাতিসংঘ ঘোষিত কোনো নিষিদ্ধ বস্তু এতে পাওয়া যায়নি। এ ছাড়া, জাহাজটির নাবিকরাও তাদেরকে পূর্ণ সহযোগিতা করেছে।

ফিলিপাইনের এ পদক্ষেপের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। ফলে দেশটির নেতা কিম জং উন কি প্রতিক্রিয়া দেখান সেটিই এখন দেখার বিষয়।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে