রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৬:৩৩:৫৫

চলছে তুমুল লড়াই, সফলতার মুকুট কার মাথায়?

চলছে তুমুল লড়াই, সফলতার মুকুট কার মাথায়?

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলগুলোর প্রার্থী মনোনয়নের ভোটাভুটিতে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ, আর ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ভালো ফল করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

তবে বিশ্লেষকরা মনে করছেন, রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে কেউ যদি পেছনে ফেলতে পারেন, তাহলে তিনি হচ্ছেন টেড ক্রুজই - আর কেউ নন। মার্কো রুবিও এবং জন কাসিক ইতিমধ্যেই প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে পড়েছেন।

শনিবারের ভোটাভুটির পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি টেড ক্রুজের সাথেই 'ওয়ান-টু-ওয়ান' লড়তে চান, এবং রুবিও আর কাসিকের এখন 'বসে যাওয়া' উচিৎ। রুবিও ও কাসিকের বসে যাওয়া উচিত, এমন ইঙ্গিত দিচ্ছেনটেড ক্রুজও।

গতকাল চারটি অঙ্গরাজ্যে ভোট হয় - লুইজিয়ানা, কানসাস, মেইন এবং কেনটাকি। রিপাবলিকান পার্টির মনোয়ন প্রার্থীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং টেড ক্রুজ দুজনেই দুটি করে অঙ্গরাজ্যে জিতেছেন।

মি. ক্রুজ কানসাস এবং মেইনে জিতে অপেক্ষাকৃত বেশি সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়েছেন। তবে লুইজিয়ানা এবং কেনটাকিতে ডোনাল্ড ট্রাম্পের জয় সার্বিকভাবে তাকেই প্রার্থিতার দৌড়ে এগিয়ে রেখেছে।

ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত ১২টি অঙ্গরাজ্যে এবং টেড ক্রুজ ৬টিতে জিতেছেন। রুবিও মাত্র একটি অঙ্গরাজ্যে জিতেছেন, কাসিক একটিতেও নয়।

অবশ্য রিপাবলিকান সমর্থক শিবির থেকে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনাও করা হচ্ছে । এই সমালোচকরা বলছেন, মি. ট্রাম্পের উগ্র এবং বিতর্কিত কথাবার্তা তাদের হোয়াইট হাউসে যাবার প্রতিযোগিতায় তাদের পরাজয় যেকে আনতে পারে।

অন্যদিকে ডেমোক্রেটিক শিবিরে হিলারি ক্লিনটন এই প্রাইমারিগুলোর পর তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চাইতে ভালোভাবেই এগিয়ে আছেন।

হিলারি ক্লিনটন ১১টি অঙ্গরাজ্যে এবং স্যান্ডর্স ৭টিতে জিতেছেন।
০৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে