রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৯:০৫:০৬

ইরানী ধনকুবের মৃত্যুদণ্ড

ইরানী ধনকুবের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিচার বিভাগীয় সূত্রগুলো জানাচ্ছে, সেদেশের কোটিপতি ব্যবসায়ী বাবাক জানজানিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ইরানের সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম মি. জানজানির বিরুদ্ধে অভিযোগ, তিনি তেল বিক্রি করে পাওয়া ১৯০ কোটি ডলারের রাজস্ব আটকে রেখেছিলেন।

তাকে জালিয়াতি এবং অর্থনৈতিক অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে বলে আদালতের এক সংবাদ ব্রিফিংএ জানানো হয়। তিনি অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

মি. জানজানি এই মৃত্যুদন্ডের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নে মি. জানজানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, কারণ ইরানের তেল বিক্রির ওপর যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বলবৎ ছিল তখন তিনি তা ফাঁকি দেবার কাজে ইরানের সরকার এবং অন্য কয়েকটি কোম্পানিকে সহযোগিতা করেছিলেন।

মি. জানজানি স্বীকার করেছিলেন যে তিনি ইরানের সরকারের হয়ে লক্ষ লক্ষ ব্যারেল তেল বিক্রির জন্য একাধিক কোম্পানিকে কাজে লাগিয়েছিলেন।

সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, এবং মালয়েশিয়া থেকে এসব কোম্পানির একটি নেটওয়ার্ক এ জন্য কাজ করতো।
০৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে