রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ১১:৪৮:২২

লিফটে এক মাস আটকা পড়ে মহিলার করুণ মৃত্যু!

লিফটে এক মাস আটকা পড়ে মহিলার করুণ মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন অচল থাকার পর আবাসনের লিফট চালু করেছিলেন রক্ষণাবেক্ষণ সংস্থার কর্মীরা।  বন্ধ লিফটের দরজা খুলতেই মহিলার মৃতদেহ।  গত এক মাস ধরে লিফটের ভেতরে আটকা পদে করুণ মৃত্যু হয় মহিলার।  তার দেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

ভেতরে যাত্রী রয়েছেন কিনা তা না দেখেই লিফটের বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আবাসনের কর্মীরা।  ফলে লিফটের ভেতর আটকে পড়েও বেরোতে পারেননি বছর তেতাল্লিশের এক মহিলা।  

এক মাস পর অচল লিফট সারাতে এসে কর্মীরা উদ্ধার করলেন তার দেহ।  এ ঘটনায় উত্তর চীনের জিয়ান শহরে শোকের ছায়া নেমে এসেছে।

চীনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গত ৩০ জানুয়ারি শহরের এক বহুতল আবাসনে ১০ ও ১১ তলার মাঝে আটকে থাকা লিফট দেখতে পেয়েছিলেন আবাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার কর্মীরা।

লিফটের ভেতরে কেউ আছেন কি না জিজ্ঞেস করায় কোনো জবাব মেলেনি বলে তাদের দাবি।  এরপর লিফটের বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে তারা বাড়ি ফিরে যান।  

পরের দিন থেকে চীনা চান্দ্রবর্ষের ছুটি শুরু হয়।  ছুটি কাটিয়ে গত ১ মার্চ ফের ডিউটিতে যোগ দেন কর্মীরা।  লিফট চালু করার পর দরজা খুলতেই মহিলার দেহ দেখতে পাওয়া যায়।

ঘটনায় মারাত্মক গাফিলতির অভিযোগে কাঠগড়ায় রক্ষণাবেক্ষণ সংস্থা।  বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার আগে লিফটের ভেতর কোনো যাত্রী আছেন কি না তা খোঁজ না নেয়ার কারণে মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, মৃত মহিলা ওই আবাসনে একাই বাস করতেন।  মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে