সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৯:১৭:১০

ন্যান্সির মৃত্যু, শোকাহত ওবামা

ন্যান্সির মৃত্যু, শোকাহত ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : চলে গেলেন ন্যান্সি। তার মৃত্যুতে শোকাহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্য দিয়ে অবসান ঘটল হোয়াইট হাউজের ইতিহাসে সবচেয়ে সেরা ভালবাসার মানুষটির।

ন্যান্সির পুরো নাম ন্যান্সি রিগ্যান। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি। ক্যালিফোর্নিয়ার নিজের বাড়িতে ৯৪ বছর বয়সে তিনি মারা যান।

লস অ্যাঞ্জেলসের বেল এয়ারে বসবাসরত মিসেস রিগ্যানের সাথে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ৫২ বছরের বৈবাহিক জীবনকে একসময় মার্কিন প্রেসিডেন্সির ইতিহাসে সবচেয়ে সেরা ভালবাসার সম্পর্ক বলে মনে করা হতো।

রোনাল্ড রিগ্যানের মত ন্যান্সি রিগ্যানও একসময় হলিউডের একজন শিল্পী ছিলেন।

ন্যান্সি ডেভিস নামে তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরে তখনকার সুপরিচিত অভিনেতা রিগ্যানকে বিয়ে করেন।

১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সময়টাতে তিনি ছিলেন মার্কিন ফার্স্ট লেডি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতি পত্নীদের মধ্যে তিনি একজন।

প্রথমদিকে হোয়াইট হাউজের ব্যয়বহুল সংস্কার কার্যক্রমের জন্য অবশ্য সমালোচনার মুখে পড়েছিলেন। তবে পরে তিনি পরিণত হন জনপ্রিয় একজন ব্যক্তিত্বে।

প্রয়াত স্বামী মিস্টার রিগ্যানের পাশেই তাকে সমাহিত করা হবে বলে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরীর পক্ষ থেকে জানানো হয়েছে।

২০০৪ সালে মারা যান রোনাল্ড রিগ্যান। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মিসেস রিগ্যান মার্কিন ফার্স্ট লেডিদের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।

তার মাদক বিরোধী প্রচারাভিযানও বেশ আলোচিত ছিল।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে