সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৯:৩২:৩২

আরব দেশগুলোর নিষেধাজ্ঞার পর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ

আরব দেশগুলোর নিষেধাজ্ঞার পর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলো শিয়া দল হিজবুল্লাহকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের এই দলটি।

রোববার এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আরব রাষ্ট্রগুলোর মনে লেবাননের স্বার্থের কথা নেই। তারা লেবাননকে ভুলে গেছে।

তিনি আরো বলেন, যারা মনে করে আরব দেশগুলো লেবাননকে রক্ষা করবে তারা কল্পনার জগতে আছে। ইসরাইলের বিরুদ্ধে আরব দেশগুলোর ঐক্যবদ্ধ কৌশলের জন্য অপেক্ষা করলে লেবাননেরও ইসরাইলের দখল করা ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতো।

গত বুধবার পিজিসিসি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করেছে। তার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ মহাসচিব এসব কথা বললেন।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে