সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ১২:০৫:৩১

ওআইসি’র বিষয়ে কড়া হুঁশিয়ারি জোকো'র

ওআইসি’র বিষয়ে কড়া হুঁশিয়ারি জোকো'র

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নেতৃত্বাধীন ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। মুসলিম দেশগুলোর সর্বোচ্চ এই সংস্থাকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশটির এই নেতা।

সোমবার দেশটির রাজধানী জাকার্তায় ৫৭ সদস্য বিশিষ্ট ওআইসি'র এক বিশেষ বৈঠকে  জোকো উইদোদো বলেন, ফিলিস্তিন পরিস্থিতির অবনতিতে পুরো বিশ্ব উদ্বিগ্ন। তিনি ইসরাইলের একতরফা ও বেআইনি নীতিরও সমালোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে তিনি বলনে, ওআইসির উচিত সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হওয়া। সংস্থাটি যদি ফিলিস্তিনি সমাধানের অংশ হতে না পারে তবে এটি অপ্রাসঙ্গিক হয়ে যাবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরও অংশ নিয়েছেন, যার বিরুদ্ধে সুদানের দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে