সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০২:৫৮:২৪

কিমের হুমকির পর মহড়ায় দ. কোরিয়া ও আমেরিকা

কিমের হুমকির পর মহড়ায় দ. কোরিয়া ও আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : বিশাল সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। সোমবার থেকে বার্ষিক ‘ফোল ঈগল’ এবং ‘কি রিজল্‌ভ’ নামে দুটি মহড়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এতে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার তিন লাখ সেনা আর মার্কিন সেনা রয়েছে ১৭,০০০।

দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক কমান্ড থেকে বলা হয়েছে, এ মহড়া কোনো উস্কানিমূলক কিছু নয় তা উত্তর কোরিয়াকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।

পিয়ংইয়ং দাবি করেছে, সামরিক মহড়ার আড়ালে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা পরমাণু যুদ্ধের মহড়া চালাবে যা উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি। দুই দেশ যৌথ মহড়া শুরু করলে পরমাণু অস্ত্রের হামলা চালানো হবে।

এ প্রেক্ষাপট থেকে উত্তর কোরিয়া বলেছে, দু দেশ মহড়া বন্ধ না করলে নির্বিচারে পরমাণু অস্ত্রের হামলা চালানো হবে।

তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের হুমকি এই প্রথম নয়। প্রতি বছরই দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক মহড়া চালায় এবং উত্তর কোরিয়া সামরিক হামলার হুমকি দেয়।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে