সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৩:২৮:৩৯

১০ জঙ্গি আতঙ্কে কাঁপছে পুরো ভারত, ২ রাজ্যে সর্বোচ্চ সতকর্তা জারি

১০ জঙ্গি আতঙ্কে কাঁপছে পুরো ভারত, ২ রাজ্যে সর্বোচ্চ সতকর্তা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ১০ জঙ্গি আতঙ্কে কাঁপছে পুরো ভারত। বিপুল অস্ত্র নিয়ে ওই জঙ্গিরা দেশটির গুজরাট হয়ে রাজধানী নয়া দিল্লিতে ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য হামলার আশঙ্কায় ওই রাজ্যে রবিবার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঢুকে পড়া জঙ্গিরা লস্কর-ই-তাইয়েবা বা জয়শ-ই-মোহাম্মদের সদস্য বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া ভারতকে জানিয়েছেন, ১০ জন জঙ্গি গুজরাটে ঢুকে পড়েছে। তারা সোমবার ধর্মীয় পর্ব শিবরাত্রি অনুষ্ঠানে হামলা চালাতে পারে।

তবে জানজুয়া সত্যিই এই সতর্কবার্তা দিয়েছেন কি না, তা ভারত স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। এ সতর্কবার্তার পর প্রথমে গুজরাট এবং পরে দিল্লিতে সতর্কতা জারি হয়।

গুজরাট পুলিশের প্রধান প্রমোদ কুমার বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর কাছ থেকে রাজ্য গোয়েন্দা ব্যুরো খবর পেয়েছে সন্ত্রাসীদের সম্পর্কে। এ তথ্য পাকিস্তানের কাছ থেকে পাওয়া কি না, তা আমরা জানি না। এর বেশি কিছু আমি জানি না।

গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রজনী প্যাটেল বলেন, জঙ্গিরা গুজরাটে ঢুকেছে এমন মারাত্মক খবর কেন্দ্রীয় সরকার আমাদের জানিয়েছে। আমরা জরুরি সভা করেছি। সেখানে কোনো অনভিপ্রেত ঘটনা ঠেকাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভারতের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, ঢুকে পড়া জঙ্গিরা দিল্লিতে ঢুকে বড় বিপণিকেন্দ্রে হামলা চালাতে পারে বলে তাদের আশঙ্কা। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন দপ্তর এবং জনসমাগম হয় এমন স্থানগুলোতে নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সতর্কবার্তা পাওয়ার পরপরই পুরো গুজরাটে ব্যাপক সতর্কতা নেওয়া হয়। রাজ্যে পাঠানো হয় জাতীয় সিকিউরিটি গার্ডের সদস্যদের। পাকিস্তানের সঙ্গে গুজরাটের সীমান্ত এলাকা কচ্ছ ছাড়াও গুজরাটের প্রতিবেশী রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

রাজ্যের সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়। গতকাল সকাল থেকেই রাজ্যের মহাসড়কগুলোতে পুলিশি টহল শুরু হয়। বিমানবাহিনী ও সেনাবাহিনীর যেসব স্থাপনা আছে, নিরাপত্তা জোরদার করা হয় সেসবেরও।

ভারতের সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল কে জি সিং বলেন, ‘আজ (রোববার) নিরাপত্তাজনিত কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন শিবরাত্রি আসছে। সে জন্যই কিছু বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে।’ এর বেশি কিছু বলেননি এই সেনা কর্মকর্তা।

এনডিটিভির খবরে বলা হয়, গত শনিবার গুজরাটের কচ্ছ উপকূল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি পাকিস্তানি নৌকা আটক করে। বিএসএফের কর্মকর্তারা বলেন, নৌকার আরোহীরা তাদের দেখে পালিয়ে যায়। সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে