সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৯:২৩:১১

ভুল করেও ৫১৫ কোটি ছুঁতেও পারবেন না যিনি

ভুল করেও ৫১৫ কোটি ছুঁতেও পারবেন না যিনি

আন্তর্জাতিক ডেস্ক : ইউনাইটেড ব্রিউয়ারিজের নিজস্ব শেয়ার বেচে পাওয়া ৫১৫ কোটি টাকায় ভুল করেও হাত দিতে পারবেন না বিজয় মালিয়া।  তার বিরুদ্ধে করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবত্‍ থাকবে, জানাল ডেট রিকভারি ট্রাইব্যুনাল।

সোমবার একাধিক আইনি ঝামেলায় জড়ান সাবেক লিকার ব্যারন বিজয় মালিয়া।  সকালে তার বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা ঠুকে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।  

এদিনই ঋণ আদায়ের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল সাফ জানিয়ে দিল, গত ফেব্রুয়ারি মাসে ডায়াজিওকে বিক্রি করা ইউনাইটেড ব্রিউয়ারিজের শেয়ার বাবদ প্রাপ্ত ৫১৫ কোটি টাকা ছুঁতে পারবেন না মালিয়া।  

ধার শোধ না করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই টাকার নাগাল তিনি পাবেন না বলে নির্দেশ দিল ট্রাইব্যুনাল।  

উল্লেখ্য, মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৮ মার্চ।

মালিয়ার বিরুদ্ধে আদালতে এছাড়াও আরো তিনটি আবেদন জমা দিয়েছে এসবিআই।  এর মধ্যে একটি আবেদনে তার গ্রেপ্তারি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করার আর্জি জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন ব্যাঙ্ক মালিয়ার থেকে ঋণ বাবদ প্রায় ৭০০০ কোটি টাকা পায়।  অনেকবার তাগাদা দেয়া সত্ত্বেও সেই টাকা শোধ করার আগ্রহ দেখাননি মালিয়া।  এ কারণে ১৭ ব্যাঙ্কের কনসর্টিয়ামের নেতৃত্বে থাকা এসবিআই তার বিরুদ্ধে ডেট রিকভারি ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়।

অন্যদিকে আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৯০০ কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করায় মালিয়া-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি।  জানা গেছে, ২০১৫ সালে এই মর্মে বিজয় মালিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই।

সেই অভিযোগের ভিত্তিতেই মামলা ঠুকেছে ইডি।  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, মালিয়ার মালিকানাধীন লোকসানের মুখ দেখা কিংফিশার এয়ারলাইন্সের হিসাবপত্রও খতিয়ে দেখা হচ্ছে।  এ ব্যাপারে মালিয়া এবং অন্যদের কিছুদিনের মধ্যে জেরা করা হবে বলেও জানা গেছে।
৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে