সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৯:৩৫:৩১

সব মহিলা নিয়ে উড়াল দিল সাহসী নারী পাইলট

সব মহিলা নিয়ে উড়াল দিল সাহসী নারী পাইলট

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক নারীদিবস পালনে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত সবচেয়ে বেশি সময় ধরে বিমান চালাল এয়ার ইন্ডিয়া।  সানফ্রান্সিসকোগামী ১৭ ঘণ্টার ওই বিমান সফরে পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু, ককপিট ক্রু, ডাক্তার, কাস্টমার কেয়ার স্টাফ, অপারেটর, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, ফ্লাইট ডিসপ্যাচার ও ট্রিমারসহ সব স্টাফই মহিলা।

রোববার যাত্রা করা AI 173 বিমানকে মহিলাদের ক্ষমতায়নের প্রতীক বলে চিহ্নিত করেছেন এয়ার ইন্ডিয়ার সিএমডি অশ্বিনী লোহানি।  তিনি বলেছেন, এটা একটা ঐতিহাসিক উড়ান, যেটি সবচেয়ে বেশি দূরত্ব যাচ্ছে ও সব মহিলা দ্বারা পরিচালিত।  বিমানটি মঙ্গলবার ফের দিল্লিতে ফিরবে।

বিমানের ক্যাপ্টেন শুভাঙ্গি সিং বলেছেন, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।  সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নেই।  বিমান পরিবহনে এমন একটা ঐতিহাসিক অল উওমেন বিমানের অংশ হতে পেরে আমি গর্বিত।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দেশের মধ্যে এমনই আরো ২০ টি মহিলা পরিচালিত বিমান চালাবে এয়ার ইন্ডিয়া।  প্রতিবারই তারা এ দিনটায় মহিলা পরিচালিত বিমান চালায়।  

তবে এবার সবচেয়ে বেশি দূরত্বের সরাসরি বিমানটি প্রথম চালালেন মহিলারা।  ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়াই প্রথম মহিলা পরিচালিত বিমান চালায়।
৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে