সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ১০:১১:০৬

সৌদি যুবরাজকে সর্বোচ্চ খেতাব দিয়ে ফেঁসে গেলেন ওলাঁদ

সৌদি যুবরাজকে সর্বোচ্চ খেতাব দিয়ে ফেঁসে গেলেন ওলাঁদ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের অন্যতম যুবরাজ এবং উপ প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন নায়েফকে গোপনে সর্বোচ্চ খেতাব ‘লিজন অব অনার’-এ ভূষিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আর এ কারণে যেন ফেঁসে গিয়েছেন তিনি। তার এ পুরস্কারের বিরুদ্ধে দেশটির সামাজিক গণমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন মানবাধিকার কর্মীরা।

তোপের মুখে তারা বলছেন, যেখানে সৌদি আরবে কঠোরভাবে ও ব্যাপকহারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেখান যুবরাজ নায়েফ কি করে এই পুরস্কার পান? আর এই বিষয়টি নিয়ে ক্ষেপেছে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষ।

যুবরাজ নায়েফ সৌদি উপ প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করেন। সে কারণে সে দেশের যত মৃত্যুদণ্ডের ঘটনা ঘটে তার সঙ্গে যুবরাজ নায়েফের সম্পৃক্ততা বা অনুমোদন রয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ফরাসি সরকার নায়েফকে দেশটির সর্বোচ্চ পদকে ভূষিত করে। সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে প্রচেষ্টা চালানোর জন্য তাকে এ পদক দেয়া হয়।

তবে পদক দেয়ার পর দু'দিন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয় নি। মানবাধিকার কর্মীরা বলছেন, দেশটিতে অত্যন্ত কঠোরভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে শিরশ্ছেদ করা হয়; যে কারণে সৌদি যুবরাজ সর্বোচ্চ এ পদক পেতে পারেন না।

সম্প্রতি ফ্রান্স থেকে সৌদি আরব কয়েকশ কোটি ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে। তারপর যুবরাজ নায়েফকে এ পদক দেয়া হলো।
০৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে