মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮:১৫

হু হু করে দাম কমছে এই Honda Activa 110 এর

হু হু করে দাম কমছে এই Honda Activa 110 এর

ভারতীয় টু-হুইলার বাজারে নির্ভরতা ও ধারাবাহিকতার যে ক’টি নাম বারবার উঠে আসে, তার মধ্যে Honda Activa 110 অন্যতম। বছরের পর বছর ধরে এই স্কুটারটি ক্রেতাদের আস্থা ধরে রেখেছে মূলত এর টেকসই ইঞ্জিন, স্বল্প রক্ষণাবেক্ষণ ব্যয় এবং শহরের ব্যস্ত রাস্তায় স্বচ্ছন্দ চলাচলের সক্ষমতার জন্য। 

দৈনন্দিন যাতায়াতে আরাম ও ব্যবহারিক সুবিধার মেলবন্ধনে Honda Activa 110 ধীরে ধীরে মধ্যবিত্ত পরিবার, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের ভরসার বাহনে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও পরিমার্জিত ডিজাইনের সংযোজন এই স্কুটারটিকে আজও প্রতিযোগিতামূলক ও প্রাসঙ্গিক করে রেখেছে।

Honda Activa 110: ভারতীয় টু-হুইলার বাজারে যে কয়েকটি স্কুটার বছরের পর বছর ধরে নিজের আধিপত্য বজায় রেখেছে, Honda Activa 110 তার মধ্যে অন্যতম। নির্ভরযোগ্য ইঞ্জিন, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং শহুরে যাতায়াতের জন্য আদর্শ পারফরম্যান্সের কারণে এই স্কুটারটি দীর্ঘদিন ধরেই মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে অফিসযাত্রীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত আপডেট ও ডিজাইন পরিবর্তনের মাধ্যমে Honda Activa 110 আজও বাজারে সমানভাবে প্রাসঙ্গিক।
ফিচারে সেরা চমক

Honda Activa 110-এ রয়েছে ১০৯.৫১ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন, যা মসৃণ পারফরম্যান্স ও জ্বালানি সাশ্রয়ের জন্য পরিচিত। ইঞ্জিনটি BS6 নির্গমন মান মেনে তৈরি, ফলে এটি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আগের তুলনায় আরও দক্ষ। শহরের ভিড়ভাট্টা রাস্তায় নিয়মিত যাতায়াতের জন্য এই ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী এবং একই সঙ্গে আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেয়।

দুর্দান্ত অপশন
মাইলেজের দিক থেকেও Honda Activa 110 বরাবরের মতোই বাজারে নিজের জায়গা ধরে রেখেছে। বাস্তব রাস্তায় ব্যবহারের ক্ষেত্রে এই স্কুটার থেকে ভালো জ্বালানি দক্ষতা পাওয়া যায়, যা প্রতিদিন অফিস বা ব্যক্তিগত কাজে স্কুটার ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা। বর্তমান জ্বালানি দামের পরিস্থিতিতে এই বিষয়টি ক্রেতাদের কাছে Honda Activa-কে আরও আকর্ষণীয় করে তুলেছে। ডিজাইনের ক্ষেত্রে Honda Activa 110 খুব বেশি আক্রমণাত্মক নয়, বরং একটি ক্লাসিক ও পরিমিত লুক বজায় রেখেছে। সামনের অংশে ক্রোম ফিনিশ, পরিচিত হেডল্যাম্প ডিজাইন এবং পরিষ্কার বডি লাইনের কারণে এই স্কুটারটি সব বয়সের ব্যবহারকারীর কাছেই গ্রহণযোগ্য। আরামদায়ক সিট, প্রশস্ত ফুটবোর্ড এবং ভারসাম্যপূর্ণ ওজনের জন্য মহিলা ও বয়স্ক চালকদের কাছেও এটি সমানভাবে জনপ্রিয়।

আধুনিক
ফিচারের দিক থেকে Honda Activa 110-এ আধুনিকতার ছোঁয়া রয়েছে। ইঞ্জিন স্টার্ট-স্টপ সিস্টেম, সাইলেন্ট স্টার্ট প্রযুক্তি এবং উন্নত ব্রেকিং ব্যবস্থার মতো সুবিধা এতে যুক্ত করা হয়েছে। এগুলো শুধু চালনার সুবিধা বাড়ায় না, একই সঙ্গে জ্বালানি সাশ্রয়েও সহায়তা করে। কিছু ভ্যারিয়েন্টে স্মার্ট কী ও ডিজিটাল-অ্যানালগ মিটারও দেওয়া হয়েছে, যা স্কুটারটিকে আরও আধুনিক করে তোলে।

রক্ষণাবেক্ষণ খরচ কম
নিরাপত্তার ক্ষেত্রেও Honda বিশেষ গুরুত্ব দিয়েছে। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) থাকার ফলে হঠাৎ ব্রেক করার সময় স্কুটার নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। শহরের ব্যস্ত রাস্তায় চলাচলের সময় এই ফিচারটি চালকদের বাড়তি আত্মবিশ্বাস দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বাজারে Honda Activa 110-এর জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এর কম রক্ষণাবেক্ষণ খরচ ও দীর্ঘস্থায়িত্ব। Honda-র বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের কারণে শহর ও মফস্বল—দুই ক্ষেত্রেই সহজে যন্ত্রাংশ ও পরিষেবা পাওয়া যায়। ফলে দীর্ঘদিন স্কুটার ব্যবহার করলেও অতিরিক্ত খরচের চাপ পড়ে না।

দাম কেমন
শোরুম অনুযায়ী, এর দাম ৭৭ হাজার টাকা থেকে শুরু, তবে বিভিন্ন এলাকা অনুযায়ী এর দামে ফারাক রয়েছে। সব মিলিয়ে বলা যায়, Honda Activa 110 শুধুমাত্র একটি স্কুটার নয়, বরং এটি ভারতীয় দুই-চাকার বাজারে একটি নির্ভরতার প্রতীক। আধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মাইলেজ, আরামদায়ক রাইড এবং Honda-র বিশ্বাসযোগ্যতার মিশ্রণে এই স্কুটারটি আগামী দিনেও বাজারে নিজের জনপ্রিয়তা ধরে রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে