বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, ১১:৫২:৫০

বিধ্বস্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ল বিমান!

বিধ্বস্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ল বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় সমুদ্রে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তাইওয়ানের বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পরে পাইলটের সন্ধান শুরু করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন বিমান ঘাঁটি থেকে এক আসন বিশিষ্ট বিমানটি উড্ডয়ন করে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে হুয়ালিয়েন কাউন্টির ফেংবিন টাউনশিপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল পূর্বে পাইলট বের হতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে তার সন্ধান পাওয়া যায়নি।’ বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র স্থাপন করে অনুসন্ধান অভিযান শুরু করে।
মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং-তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে ৬৬টি এফ-১৬ভি যুদ্ধবিমান অর্ডার দিয়েছে।

এই বিমানগুলো চতুর্থ প্রজন্মের আধুনিক বহুমুখী যুদ্ধবিমান এবং তাইওয়ানের পুরোনো এফ-১৬ এ/বি জেটের উন্নত সংস্করণ। এর আগে তাইওয়ান ২০২৩ সালের শেষ দিকে তাদের ১৪১টি পুরোনো এফ-১৬ যুদ্ধবিমানকে এফ-১৬ভি মানে উন্নীত করার কাজ শেষ করেছে।
নতুন বিমানগুলো ২০২৬ সালে পাওয়ার কথা ছিল। তবে সম্প্রতি তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেছেন, নির্ধারিত সময়ে এসব বিমান সরবরাহ পাওয়া কঠিন হতে পারে।

চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে তাইওয়ানের সামরিক বাহিনী। চীন দাবি করে, গণতান্ত্রিক তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ এবং প্রয়োজনে শক্তি ব্যবহার করে দ্বীপটি দখল করার হুমকিও দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ানের আশপাশে আরো বেশি যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এসব পদক্ষেপ ‘গ্রে-জোন কৌশল’—যার লক্ষ্য সরাসরি যুদ্ধ না করে ধীরে ধীরে তাইওয়ানের সামরিক বাহিনীকে চাপে রাখা ও ক্লান্ত করে তোলা। সূত্র : টিআরটি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে