বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪০:৪৫

যুক্তরাষ্ট্র ‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে

যুক্তরাষ্ট্র ‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ‘অনির্দিষ্টকালের জন্য’ দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি নিয়ন্ত্রণে রাখবে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

কর্মকর্তারা জানান, প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রি করা হতে পারে এবং ওই বিক্রি থেকে প্রাপ্ত আয় যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর প্রভাব বজায় রাখা যায়।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, ‘ভেনেজুয়েলায় যেসব পরিবর্তন অনিবার্যভাবে ঘটতেই হবে, সেগুলো বাস্তবায়নে আমাদের এই প্রভাব ও নিয়ন্ত্রণ প্রয়োজন।’

তবে বিশ্লেষকদের ধারণা, এসব তেল বিক্রি থেকে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার (প্রায় ২ দশমিক ১ বিলিয়ন পাউন্ড) আয় হতে পারে, কিন্তু এই অর্থের কত অংশ ভেনেজুয়েলা পাবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ‘দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে।’  কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, তেল বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলমান এবং তা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে এগোয়। 

প্রতিষ্ঠানটি বলেছে, এই প্রক্রিয়াটি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যমান নিয়মের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে