আন্তর্জাতিক ডেস্ক : ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত ‘পতনের মুখে পড়বেন’।
খামেনি অভিযোগ করেন, ইরানের ভেতরে সাম্প্রতিক বিক্ষোভকে উসকে দিতে বিদেশি শক্তির মদদ রয়েছে। তার ভাষায়, এসব শক্তি ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট। খবর ইরান ইন্টারন্যাশনালের।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দেশের জনগণ অতীতেও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং এবারও তা ব্যর্থ হবে। তিনি দাবি করেন, বাইরের শক্তির চাপ বা হুমকিতে ইরান তার পথ পরিবর্তন করবে না।
খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং সরকারের নীতির বিরুদ্ধে ইরানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাও নতুন করে বাড়ছে।
ইরান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এসব বিক্ষোভ পুরোপুরি অভ্যন্তরীণ নয় এবং বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করছে। খামেনির বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালো করল।