শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১২:৩৪:৫১

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে বাংলাদেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা ও সুতা আমদানির বিষয়টি পর্যালোচনা করেছে এবং একটি শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। ভারতীয় সুতা রপ্তানিকারকদের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় শিল্প সংশ্লিষ্টরা বাংলাদেশের ট্রেড রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছেন যে, বাংলাদেশ ভারত থেকে আমদানিকৃত সুতার ওপর শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। যদি এই শুল্ক কার্যকর হয়, তবে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম কমে যেতে পারে, যা সরাসরি ভারতের কৃষক ও সুতাকলগুলোকে ক্ষতিগ্রস্ত করবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনাটি সামনে এল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কাস্টমস ডিউটি বা শুল্ক আরোপ করতে পারে। নয়াদিল্লি ভিত্তিক বিশ্লেষক রাহুল চৌহান হিন্দুস্তান টাইমসকে বলেন, এই পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দামের পুনরুদ্ধারে বাধা দিতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতের শুল্কমুক্ত আমদানির কারণে অভ্যন্তরীণ বাজারে তুলার দাম ব্যাপকভাবে কমে গিয়েছিল।

প্রতিবেদনে আরও যুক্ত করা হয়েছে যে, দুর্বল দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে দুই দেশের বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ-এর ২০২৫ সালের মে মাসের এক বিশ্লেষণ অনুযায়ী, এর ফলে বাংলাদেশের প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য বা ভারতে বাংলাদেশের মোট রপ্তানির ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে