আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও অক্সিডেন্টাল উপকূল এলাকায় শনিবার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। দেশটির বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠের নিচে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র সাগরের তলদেশে হলেও এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ফিভোলস।
এদিকে ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে দক্ষিণাঞ্চলের মিন্দানাও, মালুঙ্গাওন ও কিয়াম্বা দ্বীপের কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ছোট থেকে বড় মাত্রার ভূমিকম্প দেশটিতে নিয়মিত একটি প্রাকৃতিক ঘটনা।
উল্লেখ্য, এর মাত্র চার দিন আগেই, ৭ জানুয়ারি ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সূত্র: গালফ নিউজ