মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:১৫:৫৭

যেকারণে Honda SP125 হতে পারে আপনার সঠিক পছন্দ

যেকারণে Honda SP125 হতে পারে আপনার সঠিক পছন্দ

আপনি যদি প্রতিদিন অফিস বা কলেজে যাতায়াতের জন্য এমন একটি বাইক খুঁজে থাকেন, যা বাজেটের মধ্যে থাকবে, আরামদায়ক রাইড দেবে এবং সঙ্গে ভালো মাইলেজও নিশ্চিত করবে—তাহলে Honda SP125 হতে পারে সঠিক পছন্দ। 

এই বাইকটি শুধু একটি নয়, একাধিক গুণের জোরেই গ্রাহকদের মন জয় করেছে। কমফোর্টেবল রাইডিং পজিশন, ফুয়েল-এফিশিয়েন্ট ইঞ্জিন এবং ব্যবহারিক ফিচারের কারণে দৈনন্দিন ব্যবহারে Honda SP125 নিজেকে এক নির্ভরযোগ্য কমিউটার বাইক হিসেবে প্রমাণ করে।

Honda SP125-এর এক্স-শোরুম মূল্য
দামের দিক থেকে শুরু করলে, Honda SP125-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৮৭,৮৭৮ টাকা থেকে।​

​কমফোর্ট, মাইলেজ, ভরসা
মসৃণ পারফরম্যান্স ও উন্নত মাইলেজ নিশ্চিত করতে Honda SP125-এ দেওয়া হয়েছে ১২৫cc ক্ষমতার এয়ার-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন।

চমৎকার মাইলেজের নিশ্চয়তা
মাইলেজের দিক থেকে বাইকটি প্রতি লিটারে প্রায় ৫০–৬০ কিলোমিটার চলতে সক্ষম, যা প্রতিদিনের যাতায়াতে জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

আধুনিক ফিচারের ছোঁয়া
এই বাইকের আধুনিক ফিচারগুলির দিকে নজর দিলে দেখা যাবে, এতে রয়েছে আকর্ষণীয় LED হেডলাইটের পাশাপাশি স্মার্ট ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

​​দু’ক্ষেত্রেই রাইড হয়ে ওঠে ক্লান্তিহীন ও স্বচ্ছন্দ​
বাইকটির আরামদায়ক সিট ও সুচিন্তিত সাসপেনশন সেটআপ শহরের যানজট হোক বা দীর্ঘ পথ—দু’ক্ষেত্রেই রাইডকে করে তোলে ক্লান্তিহীন ও স্বচ্ছন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে