শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:২৭:৩৩

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রয়্যাল কোর্টের বরাতে এ খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। গালফ নিউজ।

রয়্যাল কোর্টে এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৯০ বছর বয়সি বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এর বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি।

 এসপিএর তথ্য মতে, সর্বশেষ গত মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন বাদশাহ সালমান। এর আগে ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেন। তবে এবারের স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
 
বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। ২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ইন্তেকালের পর সিংহাসনে আরোহণ করেন তিনি। এর আগে কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
 
১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রিয়াদের প্রিন্সেস স্কুলে। পুত্রদের পড়াশোনার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন বাদশাহ আবদুল আজিজ। সেখানে তিনি ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করেন।
 
১৯৫৪ সালে রিয়াদের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সালমান। ১৯৬৩ সালে রিয়াদ অঞ্চলের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তিনি কয়েক দশক ধরে এ পদে দায়িত্ব পালন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে