শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:০৩:৩৫

ডা. শফিকুর রহমানের দেখা করা নিয়ে যা বললেন ভারতের রণধীর জয়সওয়াল

ডা. শফিকুর রহমানের দেখা করা নিয়ে যা বললেন ভারতের রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত ৩১ ডিসেম্বর বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি অসুস্থ হওয়ার পর অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

যদিও ওই সাক্ষাতের বিষয়টি ভারতের ওই কূটনীতিকরা গোপন রাখতে বলেছিলেন বলে জানান তিনি। কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন কেন এটি গোপন রাখতে হবে।

জামায়াত আমিরের সেই মন্তব্য নিয়ে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন এক সাংবাদিক।

তাকে জিজ্ঞেস করা হয়, “আপনার প্রশ্ন হলো বাংলাদেশি জামায়াতে ইসলামির (আমির-এর) মন্তব্য নিয়ে। তিনি একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান, তার সঙ্গে ভারতের দুজন কূটনীতিক দেখা করেছেন। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের সঙ্গে ভারত যোগাযোগ করছে। ভারত কি তাহলে জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ করছে?”

জবাবে জয়সওয়াল বলেন, “আপনি জানেন বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর কূটনৈতিক সম্পর্ক আছে। আপনি অবগত যে আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। আপনি জামায়াতের সঙ্গে বৈঠকের যে ব্যাপারটি উল্লেখ করলেন, সেটি নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই দেখা উচিত।” সূত্র: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে