শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:১৫:০২

ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত

ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের একটি ইয়ানশুফ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার অধিকৃত পশ্চিম তীরে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সেনাবাহিনী জানায়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় খোলা স্থানে অবতরণ করেছিল। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

ঘটনার কারণ খতিয়ে দেখতে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ১ হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার আহত এবং ২০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। তথ্যসূত্র : শাফাক নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে