শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২৮:২৩

আরোহীসহ যাত্রীবিমান নিখোঁজ

আরোহীসহ যাত্রীবিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবিমান নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৭ জানুয়ারি) বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

বার্তা সংস্থা এএফপির বরাতে আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার উদ্ধার ও তল্লাশি সংস্থার কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান যোগ্যাকার্তা থেকে উড্ডয়ন করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। বিমানে তিন যাত্রী ও আট ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাকাসার উদ্ধার ও তল্লাশি সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি বলেন, স্থল ও আকাশপথে এই অনুসন্ধানে বিমানবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন।

সংস্থাটির অপারেশন প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

এদিকে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সভিত্তিক এটিআর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বিমানের সঙ্গে ‘একটি দুর্ঘটনার’ বিষয়ে তারা অবগত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, ইন্দোনেশীয় কর্তৃপক্ষের নেতৃত্বে চলমান তদন্ত ও অপারেটরকে সহায়তা করতে এটিআরের বিশেষজ্ঞরা সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড বেশ দুর্বল অবস্থায় রয়েছে। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কালিমানতান প্রদেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। এর দুই সপ্তাহেরও কম সময় পর, পাপুয়ার প্রত্যন্ত ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে