বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ১১:১৮:০১

আইফোন কিনতে সন্তান বিক্রি! অতঃপর যা ঘটলো

আইফোন কিনতে সন্তান বিক্রি! অতঃপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপীই আইফোনের চাহিদা আকাশচুম্বি। এই ফোন পেতে এ পর্যন্ত নানা কাণ্ডই ঘটেছে। এরমধ্যে শো-রুমের সামনে দাঙ্গা, নিজের কিডনি বিক্রির ঘটনাও ঘটেছে।

তবে এবার এই আইফোন কেনার জন্য নিজের সন্তানকেও বিক্রি করার ঘটনা ঘটেছে। যা প্রকাশ পাওয়ার পর পুরো বিশ্বই হতবাক হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে উদীয়মান অর্থনীতির দেশ চীনের ফুজিয়ানের টংগান শহরে।

জানা গেছে, চীনা এক দম্পতির কাছে নিজের সন্তানের চেয়েও যেন আইফোন বেশি প্রিয়। সেজন্য এই দম্পতি আইফোন কেনার টাকা যোগার করতে তাদের ১৮ দিন বয়সী কন্যাশিশুকে ২৩০০০ ইয়েনে বিক্রি করেন। আর এই ঘটনা আদালতে প্রমাণিত হওয়ায় ওই দম্পতির একজনের তিন বছরের এবং অপর জনের দেড় বছরের কারাদণ্ড হয়েছে।
 
ওই দম্পতির একজনের নাম ‘এ দুয়ান’ এবং অপরজনের নাম ‘জিয়াও মেই’। জিয়াও মেই একটি ইন্টারনেট ক্যাফে’তে পার্ট-টাইম চাকরি করেন যেখানে এ দুয়ান সময় কাটাতে যান। প্রায় প্রতিদিনের দেখাসাক্ষাতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে