শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৫:০২:১০

বন্ধ হয়ে যাচ্ছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র

বন্ধ হয়ে যাচ্ছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক : কমে গিয়েছে ভাগীরথী নদীর নাব্যতা। দেখা দিয়ে পানির আকাল। আর তার কারণেই ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রাখা হল। উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে কেন্দ্রের ৫টি ইউনিটে। ১টি ইউনিট চললেও, সেটিও প্রায় বন্ধ হওয়ার পথে। ফলে বিহার-বাংলা-অাসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ভিন রাজ্যে বিদ্যুৎ পাঠানোয় বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গিয়েছে, নদীর নাব্যতা হঠাত কমে যাওয়ায় ফিডার ক্যানেলে পানির ঘাটতি দেখা দিয়েছে। ফলে বন্ধ করে দেয়া হয় ইউনিটগুলি। এনটিপিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ফারাক্কায় যে ফিডার ক্যানেলের মাধ্যমে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পানি যায় তার সরবরাহ কমে যাওয়ায় সেই পানি পৌঁছচ্ছে না।

এই পানি সাধারণত বয়লারকে ঠান্ডা করতে কাজে লাগে। কিন্তু সেটা সম্ভব না হওয়ার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। তার কারণেই ইউনিটগুলি বন্ধ করে দিতে বাধ্য হয়। ফরাক্কায় এক সময় ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো। কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উ‍ৎপাদন।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে