মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৪:১০:৫০

হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে তুরস্ক

হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আঙ্কারায় হামলার বিপরীতে বিদ্রোহী কুর্দিদের দায়ী করে তাদের ওপর বিমান হামলা চালাচ্ছে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে তুরস্কর রাজধানী আঙ্কারা হামলায় ৩৬ জন নিহত হয়েছে। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সন্ত্রাসীদের দমন করার ঘোষণা দেন। সে মতে সোমবার থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ফুঁসে উঠে তুরস্ক। সোমবার ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিদের লক্ষ্য করে ওই হামলা চালায় তুর্কি বাহিনী।

তুরস্কের দক্ষিণ-পূর্বের চার শহরে কারফিউ জারি করা হয়েছে। তা ছাড়া ইরাকের কুর্দিস্তানে বিমান হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী। কুর্দিস্তানের কানদিল এবং গারা সেক্টরের ১৮টি পয়েন্টে ১১টি বিমান থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী।

এদিকে আঙ্কারা হামলায় সন্দেহভাজন এক নারী আত্মঘাতী নিহত হয়েছেন। তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য বলে দাবি করেছে তুর্কি প্রশানসন। এ থেকে ধরে নেওয়া হচ্ছে, পিকেকে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সানলিউরফা শহরে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চারজনকে আটক করেছে তুর্কি পুলিশ। হামলায় যে প্রাইভেটকার ব্যবহার করা হয়েছে, তা ওই শহরের একটি শোরুম থেকে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে