মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৫:১৪:৪৫

মোদিকে পাকিস্তানে আমন্ত্রণ, সম্পর্কের উন্নয়ন কি হবে?

মোদিকে পাকিস্তানে আমন্ত্রণ, সম্পর্কের উন্নয়ন কি হবে?

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সার্ক সম্মেলনে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান।

বৃহস্পতিবার নেপালে সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মুখোমুখি হতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা শরতাজ আজিজ। তবে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন কি হবে? পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া জানান, সেখানেই মোদিকে পাকিস্তানে আসার জন্য সরকারিভাবে আমন্ত্রণ জানাবে পাক প্রশাসন।

চলতি বছরে ১৯তম সার্ক সম্মেলন পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য সার্কভুক্ত বিভিন্ন দেশকে প্রথা অনুযায়ী আমন্ত্রণ জানাবে পাকিস্তান। আগামী ১৬-১৭ মার্চ নেপালের পোখরায় সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সেই কাজ সম্পন্ন করা হবে।

সুসংহত দ্বিপাক্ষিক আলোচনা শুরু করাতে দুই দেশ সম্মত হওয়ার পর এটা হবে সুষমা ও আজিজের দ্বিতীয় বৈঠক। এর আগে গত ডিসেম্বর মাসে মিলিত হয়েছিলেন সুষমা স্বরাজ ও শরতাজ আজিজ। কিন্তু, পাঠানকোট হামলার পর সেই প্রক্রিয়ায় ধাক্কা খায়। যার কারণে বাতিল হয়ে যায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সূত্রের খবর, নেপালে সুষমার সঙ্গে সেই বিষয়টিও উত্থাপন করতে পারে পাক।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে