মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৬:০৯:২২

সিরিয়া যুদ্ধে বড় খেসারত দিচ্ছে কারা?

সিরিয়া যুদ্ধে বড় খেসারত দিচ্ছে কারা?

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আইএস ধ্বংসে মেতেছে বিশ্বের একটা বড় অংশ। দেশটিতে যখন তখন পড়ছে বোমা। দিনরাত আকাশে উড়ছে বোমারু বিমান এবং ড্রোন। বছরের পর বছর ধরে চলছে যুদ্ধ। আর ৫ বছরের ক্ষমতার এই লড়াইয়ে সবচেয়ে বড় খেসারতটা দিচ্ছে শিশুরা। সিরিয়ার যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০ শতাংশ শিশু। জাতিসংঘের রিপোর্ট বলছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শিশুদের জোর করে রোজগারে নামিয়ে দেয়ার ঘটনাও লাফিয়ে বাড়ে চলেছে।

UNICEF-এর এক রিপোর্টে সিরিয়ার শিশুদের অবস্থা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। UNICEF-এর আঞ্চলিক প্রধান পিটার সালামা জানিয়েছেন, দিনের পর দিন চলা যুদ্ধে সাধারণ মানুষের দারিদ্র এতটাই বেড়ে গিয়েছে যে, পেটের দায়ে মা-বাবারা শিশুদের কাজে নামিয়ে দিচ্ছেন। কিংবা তাদের হাতে তুলে দেয়া হচ্ছে অস্ত্র। টাকার বিনিময়ে বহু নাবালিকাকে জোর করে বিয়েও দিয়ে দেয়া হচ্ছে।

সিরিয়ার শিশুদের সাহায্য করার জন্য বিশ্বের কাছে ১১৬ কোটি মার্কিন ডলার আর্থিক অনুদান চেয়েছে UNICEF। লজ্জার বিষয়, এখনো পর্যন্ত মাত্র ৬ শতাংশ টাকা জমা পড়েছে। সালামার কথায়, 'এই মর্মান্তিক পরিস্থিতি এখনই ঠেকানো উচিত। আসুন সবাই মিলে সিরিয়ার ভবিষ্যত্‍‌ প্রজন্মকে রক্ষা করি। ওই শিশুদের একটা ভবিষ্যত্‍‌ রয়েছে।'

উল্লেখ্য, সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল ২০১১ সালে। বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ পরিণত হয়ে যায় যুদ্ধে। সেই থেকে এখনো পর্যন্ত শিশু-নারী নির্বিশেষে আড়াই লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সিরিয়ায়।-টাইমস অফ ইন্ডিয়া
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে