মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৭:১৮:০৬

যে কোনো সময় কিমের দখলে আমেরিকার আকাশ!

যে কোনো সময় কিমের দখলে আমেরিকার আকাশ!

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ দুর্বল হচ্ছে মার্কিন শক্তি! তেমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন আগেই মার্কিন রণতরীগুলির প্রযুক্তি-ব্যবহৃত মিসাইল প্রচন্ড মান্ধাতার আমলে বলে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। এমনকি যে কোনো সময়ে চীন কিংবা রাশিয়া মার্কিন রণতরীগুলি ধ্বংস করে দেয়ার ক্ষমতা রাখে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এরই মধ্যে প্রকাশ্যে আরো একটি রিপোর্ট। যেখানে যে কোনো সময়ে মার্কিন বিমান বাহিনী না ইউনাইটেড স্টেড এয়ারফোর্স তাদের দেশের আকাশের প্রধান্য হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন সিনেটে দেয়া এক লিখিত বক্তব্যে এই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকাকে মোকাবেলা করার লক্ষ্যে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াসহ অন্য কয়েকটি দেশ অকল্পনীয় দ্রুতগতিতে নিজ নিজ যুদ্ধবিমানের উন্নয়ন ঘটাচ্ছে। ফলে যে কোনো সময়ে এই দেশগুলির হামলার একেবারে বিধ্বস্ত হয়ে পড়তে পারে মার্কিন বিমানবাহিনী।

গত ৮ মার্চ মার্কিন সিনেটে চাঞ্চল্যকর এই বক্তব্য তুলে ধরা হয়। এতে আরো বলা হয়েছে, গত কয়েক দশকের মধ্যে এই প্রথম শত্রুরা মার্কিন বিমান বাহিনীর সুবিধাগত সক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে। ফলে কোনোভাবেই আশঙ্কার কথা ফেলে দেয়া সম্ভব নয়।

অন্যদিকে, সম্প্রতি ইউএসএএফ’র চিফ অব স্টাফ হুঁশিয়ারি দিয়েছেন, ২০৩০ সালের মধ্যে মার্কিন বিমান বাহিনীকে হয়ত ছাড়িয়ে যাবে চীনা গণমুক্তি ফৌজের বিমান বাহিনী। এছাড়া, নিজ বিমান বাহিনীর উন্নয়ন ঘটাচ্ছে রাশিয়া। ষষ্ট এবং সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে রুশ বিমান বাহিনী। রুশ সামরিক বাহিনী দেশটির সংবাদ মাধ্যমকে জানিয়েছে, নতুন প্রজন্মের এসব বিমান চালক দিয়ে এবং চালক ছাড়া দুই পদ্ধতিতেই পরিচালনা করা যাবে।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে