বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০২:১৮:২০

ফের পরমাণু বোমা ফাটালো ক্ষ্যাপা কিম, ভূমিকম্পে কাঁপল পুরো দেশ

ফের পরমাণু বোমা ফাটালো ক্ষ্যাপা কিম, ভূমিকম্পে কাঁপল পুরো দেশ

আন্তর্জাতিক ডেস্ক : আবারো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটনালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন! এর ফলে ফের কৃত্রিম ভূমিকম্পে কেঁপে উঠল পুরো দেল।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তরের (কেএমএ) বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি এলাকায় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.২।

কেএমএ আরো জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র এক কিলোমিটার গভীরে এবং মাত্র ২১ কিমি এলাকাজুড়ে এটি অনুভূত হয়।

গভীরতা ও প্রকৃতি বিচার করে মনে হচ্ছে, কোনো পরমাণু বিস্ফোরণের কারণেই ওই এলাকা কেঁপে উঠেছে।

এর আগে, গত ৪ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় ৪.৮ মাত্রায় কেঁপে ওঠে উত্তর কোরিয়া। কিছু পরই কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে দেশটি।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক বিস্ফোরণের জের ধরে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে