বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৪:২৬:৪৯

স্বপ্ন দেখলে মাথা থারাপ হবে আপনার

 স্বপ্ন দেখলে মাথা থারাপ হবে আপনার

আন্তর্জাতিক ডেস্ক : দুনিয়ার সবচেয়ে বড় বিমান এয়ারক্রাফ্ট, দেখলে মাথা খারাপ হওয়ার অবস্থা।  ৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের শাসনামলে এনটোনভ ডিজাইন ব্যুরো তৈরি করে পৃথিবীর সবচেয়ে বড় বিমান এনটোনভ এন-২২৫ ম্রিয়া।

ইউক্রেনিয়ান ভাষায় ‘ম্রিয়া’ মানে হলো ‘স্বপ্ন’।  সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিমানটির বর্তমান মালিক ইউক্রেন।

এনটোনভ এন-২২৫ ম্রিয়া সর্বোচ্চ ৬৪০ টন নিয়ে আকাশে উড়াল দিতে সক্ষম।  বিমানটির আছে ৬টি টারবোফেন ইঞ্জিন।  শুধু তাই না, বিমানটির পাখা অন্য যেকোনো বিমানের চেয়ে বড়।  

সারা বিশ্বে এ ধরনের বিমান আছে মাত্র একটি।  আর কোনো দেশ এত বড় বিমান তৈরি করতে পারেনি।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে