বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৬:০০:৩৮

যে কারণে মহাজোট গড়বে ৩৪টি মুসলিম দেশের সেনাবাহিনী

যে কারণে মহাজোট গড়বে ৩৪টি মুসলিম দেশের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো-র আদলে সেনাবাহিনীর 'মহাজোট' গড়ে তুলতে চায় সৌদি আরব৷ ইসলামিক স্টেট জঙ্গি ও নাশকতামূলক হামলা রুখতে ৩৪টি মুসলিম রাষ্ট্রের সঙ্গে জোট বাঁধতে চায় সৌদি৷ কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং সন্ত্রাসী দমনেই এই বাহিনী ব্যবহার করা হবে বলে সৌদি প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে৷ কিন্তু তাদের এই দাবি মানতে রাজি নয় আমেরিকা৷

পাক চ্যানেল দুনিয়া নিউজ-এর দাবি, পাকিস্তানও এই সামরিক জোটের অংশীদার হতে চায়৷ পাক চ্যানেলের দাবি, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহিল শরিফ সম্প্রতি তিনদিনের সফরে সৌদি আরব সফরে যান৷ সেখানে যৌথবাহিনীর মহড়ার সাক্ষী থাকেন দু'জনই৷ সৌদির উত্তর এখন প্রান্তে ২১টিরও বেশি দেশের বাহিনী ওই মহড়ায় অংশ নিয়েছে৷

১৯৪৯ সালে গঠিত 'ন্যাটো'র প্রথম মহাসচিব লর্ড ইসমে জানিয়েছিলেন, ন্যাটো-র উদ্দেশ্য হল রাশিয়ানদের দূরে রাখা, মার্কিনিদের কাছাকাছি আনা এবং জার্মানদের দমিয়ে রাখা৷ ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ৷ আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য৷ এবার সেই ন্যাটোর আদলেই মুসলিম রাষ্ট্রগুলির সেনাবাহিনীর মহাজোট গড়তে চায় সৌদি৷ শুরু হয়ে গিয়েছে জোটের প্রস্তুতিও৷

যদিও প্রস্তাবিত জোটে সৌদি বিরোধী রাষ্ট্র শিয়া অধ্যুষিত ইরানকে যুক্ত করা হবে কি না, বিষয়টি এখনো স্পষ্ট নয়৷ সূত্রের খবর, ইজরায়েল মনেপ্রাণে চাইছে সুন্নিপ্রধান মুসলিম রাষ্ট্রগুলির সামরিক বাহিনী এক ছাতার তলায় আসুক৷ ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইজরায়েলের বিরুদ্ধে তেহরান বারবার পরমাণু হামলার হুমকি দিচ্ছে৷ তেল অভিভ চায়, তেহরানকে মুখের মতো জবাব দিয়ে এই মহাজোটের বাইরে রাখতে৷

মধ্য প্রাচ্যের দখলদারি ধরে রাখতে সৌদি নেতৃত্বাধীন জোট ইরানের বিরুদ্ধে 'প্রক্সি' যুদ্ধ চালিয়ে আসছে বলে অভিযোগ বহুদিনের৷ ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমন অভিযানে গতকাল অন্তত ৪১ জন নাগরিকের প্রাণ গিয়েছে বলে অভিযোগ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' জানিয়েছে, গতবছর থেকে আজ পর্যন্ত এক ইয়েমেনেই প্রায় সাড়ে ছ'হাজার মানুষের মৃত্যু হয়েছে৷
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে