শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৮:৫৬:৩৭

সৌদি আরবকে কড়া বার্তা দিল জাতিসংঘ, কি করবেন বাদশাহ ?

সৌদি আরবকে কড়া বার্তা দিল জাতিসংঘ, কি করবেন বাদশাহ ?

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবকে কড়া বার্তা দিল জাতিসংঘ। ইয়েমেনের হাজ্জা প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে সৌদি বিমান হামলার নিন্দা জানান সংস্থাটির মহাসচিব বান কি মুন। সেই সঙ্গে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। এর ফলে আন্তর্জাতকি অঙ্গনে বড় ধরণের একটি ধাক্কা খেল রিয়াদ। এটি সৌদি মিত্রদের জন্যও সতর্ক বার্তা। এখন কি কৌশর নেবেন সৌদি বাদশাহ?

মঙ্গলবার ওই ভয়াবহ হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়।

বান কি মুনের দপ্তর এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এ হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় মুন মর্মাহত হয়েছেন। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের হামলা চালানো হলো।

মঙ্গলবার ইয়েমেনের আল-খামিস বাজারে আগ্রাসী সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০৭ ব্যক্তি নিহত এবং কয়েকশ’ লোক আহত হয়। এ ছাড়া, বুধবার ইয়েমেনের পশ্চিম-মধ্যাঞ্চলীয় প্রদেশ মা’আরিবের হারিব বিহান শহরে হামলা চালিয়ে সেখানকার প্রধান জলাধার ধ্বংস করে দেয় সৌদি জঙ্গিবিমান। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের হুথি বিদ্রোহী আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করে দেশটির পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানেরার লক্ষ্যে গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব। এ হামলায় অন্তত ৭,০০০ মানুষ নিহত হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি আলে-সৌদি সরকার।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে