নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় ব্যাখ্যা দিতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মায়া সান্তোস-দেগুইতোকে তলব করেছে দেশটির বিচার বিভাগ। এ ঘটনায় জড়িত আরো চারজনকেও তলব করা হয়েছে।
এ খবর দিয়েছে ফিলিপাইন স্টার এবং দ্য এনকোয়ারার পত্রিকা।
ফিলিপাইনের অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিল (এএমএলসি) তদন্ত করে দেগুইতোসহ আরো কয়েকজনের বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেয় বিচার বিভাগ। এপ্রিলের ১২ থেকে ১৯ তারিখের মধ্যে তাদের সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার লোপাট হয়। লোপাটের এ অর্থের ৮১ মিলিয়ন পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকে জুপিটার স্ট্রিট ব্রাঞ্চের চার অ্যাকাউন্টে।
বাকি ২০ মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। প্রাপকের নামের বানানে ভুল থাকায় ব্যাংক কর্মকর্তারা তা আটকে দেন।
দেগুইতো ছাড়াও মাইকেল ফ্রানসিসকো ক্রজ, ক্রিস্টোফার লাগ্রোসাস, আলপ্রেড সানকোস ভারগারা এবং এনরিকো তেওদোরো ভাসকুয়েজকে অভিযুক্ত করেছে এএমএলসি। তবে ক্রুজ, লাগ্রোসাস, ভারগারা এবং ভাসকুয়েজ- এগুলো তাদের ছদ্মনাম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার এক আদেশে নির্দিষ্ট তারিখের মধ্যে আদালতে অভিযুক্তদের সংশ্লিষ্ট কাগজপত্র ও এফিডেভিট জমা দিতে বলা হয়েছে।
বিচার বিভাগের সহকারী প্রসিকিউটর গিলমারে ফি পাকামারা বলেছেন, আদালতের এ নির্দেশ অমান্য করলে অভিযুক্তরা যুক্তি উপস্থাপনের যোগ্যতা হারাবেন। অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম