শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ১০:০৯:৩১

জানেন কি, আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীদের টাকা দিচ্ছেন কারা?

জানেন কি, আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীদের টাকা দিচ্ছেন কারা?

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে দেয়া অনুদানের মাধ্যমে গঠিত তহবিল থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় মেটানো হয়।

নিয়ম অনুযায়ী, প্রত্যেক প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে যে অনুদান পাবেন দাতাদের নামসহ সেগুলোর বিস্তারিত তথ্য ফেডারেল ইলেকশন কমিটিকে জানাতে হয়। এর ফলে কোন প্রার্থী কোথা থেকে কত অনুদান পাচ্ছেন তা ভোটাররা জানতে পারেন।

ডেমোক্রেট মনোনয়নপ্রত্যাশী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নির্বাচনী তহবিলের আকার এখনই দাঁড়িয়েছে ১৩ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৬৩৭ ডলার। যার বেশিরভাগই এসেছে আইনজীবী ও বিভিন্ন আইনি প্রতিষ্ঠানগুলো থেকে। আবার ৪ মিলিয়ন ডলার পেয়েছেন বাণিজ্যিক ব্যাংক এবং বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো থেকে।

এজন্যই হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স অভিযোগ তুলেছেন, রাজনীতিতে ওয়ালস্ট্রিটের প্রভাব বাড়ছে। যদিও যেসব আইনজীবী হিলারির তহবিলে অনুদান দিয়েছেন অন্য রাজনীতিকের তহবিলেও তাদের অনুদান রয়েছে।

এদিকে বার্নি স্যান্ডার্সের তহবিল দাঁড়িয়েছে ৯ কোটি ৬৩ লাখ ১১ হাজার ৪২৩ ডলারে। তিনি ওয়ালস্ট্রিটের বড় প্রতিষ্ঠানগুলোর অনুদানের সমালোচনা করে আসছেন। এজন্য এ খাত থেকে তার অনুদান বেশি নেই বললেই চলে। তার তহবিলের বেশিরভাগ আমেরিকার সাধারণ নাগরিকদের কাছ দেয়া ছোট অনুদান, যার একেকটি চাঁদার পরিমাণ ২০০ ডলারের নিচে। এমনকি চাকরি নেই, এমন ব্যক্তিদের অনুদানও পেয়েছেন স্যান্ডার্স।

অপরদিকে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজের তহবিল ৫ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৫০৬ ডলার। নির্বাচনী তহবিলের আকারে ট্রাম্পের চেয়ে বেশ এগিয়েই রয়েছেন টেক্সাসের এই সিনেটর। বেশিরভাগ অনুদান পেয়েছেন তার অঙ্গরাজ্য থেকেই। বিশেষ করে টেক্সাসের তেল, গ্যাস আর খামারবাড়ি থেকেই বেশিরভাগ অনুদান এসেছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী তহবিলের আকার ২ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ৩১৯ ডলার। এর বেশিরভাগই তার নিজের। যদিও এটা ঋণ হিসেবে তিনি নিয়েছেন যা পরে হয় তাকে নিজে অথবা নির্বাচনী তহবিল থেকে শোধ করতে হবে। তবে স্বাস্থ্যখাত আর আবাসনখাত থেকে ট্রাম্পের অনেক অনুদান এসেছে। যদিও সাধারণ নাগরিকদের কাছ থেকে পাওয়া অনুদানের হার খুব কম। সূত্র : যাযাদি
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে