শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৯:৪০:২০

প্রতিবন্ধী ভাতা নিতে হামাগুড়ি দিতে হয় ২ কিমি

প্রতিবন্ধী ভাতা নিতে হামাগুড়ি দিতে হয় ২ কিমি

আন্তর্জাতিক ডেস্ক : শরীর বিকলাঙ্গ, বয়স ৬৫। স্বামী-সন্তান ত্যাগ করছে বছর দুই আগেই। জীবন ধারণের জন্য উপার্জন বলতে ৩০০ টাকা সরকারি ভাতা। ওই ভাতা নিয়ে আসার জন্য তাকে হামাগুড়ি দিয়ে পেরোতে হয় প্রায় দুই কিমি রাস্তা।

প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে প্রশ্নের মুখে ফেলা এই মহিলার নাম রুদানা দেহুরি, ওডিশার আঙ্গুল জেলায় তার বাড়ি। ওই জেলার আথমাল্লিক সাব-ডিভিসনের কিশোরনগর ব্লকের কাদালিমুণ্ডা গ্রামের রুদানাদেবীকে ভাতা গ্রহণ করতে যেতে হয় নুনুকাপাসি পঞ্চায়েত অফিসে। যাত্রাপথে পরে ৫৫নং জাতীয় সড়ক। প্রতি মাসে প্রাণের ঝুঁকি নিয়ে সেটাও তাকে পেরোতে হয় একা।

অশ্রু ভরা নয়নে একাধিকবার বাড়িতে পেনশনের টাকাটা পৌঁছে দেয়ার আবেদন করেছেন রুদানা দেহুরি। কিন্তু লাভের বেলায় কিছুই হয়নি। তার কথায়, 'আমি অনেকবার বলেছি আমার টাকাটা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে। আমার পক্ষে এতটা রাস্তা আসা সম্ভব হয়না। কিন্তু কেউ কিছুই করেনি।' সরকারী নিয়ম অনুসারে পেনশনের টাকা বাড়িতে পাঠানোর জন্য কমপক্ষে একজন আইনি উত্তরাধিকারী প্রয়োজন। রুদানাদেবীর সেইরকম কেউ না থাকায় তার টাকাটা বাড়িতে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন আথমাল্লিকের সাব-কালেক্টার অমূল্য পাণ্ডা।-কলকাতা২৪
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে