বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২০:৩৪

কারাগারে সাত লাখ নারী ও শিশু

কারাগারে সাত লাখ নারী ও শিশু

আন্তর্জাতিক ডেস্ক : সারা পৃথিবীর কারাগারগুলোতে এখন সাত লাখেরও বেশি নারী ও শিশু রয়েছে বলে একটি গবেষণায় বেরিয়ে এসেছে।

২১৯ টি দেশের ওপর করা ওই গবেষণা বলছে, ২০০০ সালের পর বিশ্বে কারাগারে নারী ও শিশুদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই সংখ্যার অর্ধেকই রয়েছে শুধুমাত্র তিনটি দেশে, যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়ায়।

লন্ডনের বার্কবেক কলেজের ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের করা এই গবেষণা বলছে, পুরুষ কারাবন্দীদের সংখ্যা বৃদ্ধির হারের চেয়ে নারীদের সংখ্যা দ্রুত বাড়ছে।

গবেষক ড. জেসিকা জ্যাকবসন বলেছেন, নারী আর শিশুরা অনেক ক্ষেত্রেই এসব সমাজের সবচেয়ে দুর্বল অংশ।  আর এ কারণেই তারা সহজেই অপরাধ আর শোষণের শিকার হচ্ছে।  এই গবেষণা দেশগুলোর সরকারের এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজে আসবে বলে তিনি মনে করেন।

বিশেষ করে এল সালভাদোর, ব্রাজিল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতে এর হার বেশি।  তবে আফ্রিকান দেশগুলোর কারাগারে নারীদের সংখ্যা সবচেয়ে কম।

সংখ্যাটি আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে।  কারণ সাতটি দেশ এ সম্পর্কিত কোনো তথ্য দেয়নি।  সূত্র : বিবিসি
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে