বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১২:৪০

নামাজ নিয়ে কটাক্ষ, বিচারের মুখোমুখি নারী রাজনীতিক

নামাজ নিয়ে কটাক্ষ, বিচারের মুখোমুখি নারী রাজনীতিক

আন্তর্জাতিক ডেস্ক : নামাজ নিয়ে কটাক্ষ করায় বিচারের মুখোমুখি মেরিন লি পেন নামে এক ফরাসি নারী রাজনীতিক।  মুসলমানদের প্রকাশ্যে নামাজ পড়াকে নাৎসি দখলদারিত্বের সঙ্গে তুলনা করেন তিনি।  

লি পেনের দল এবং দেশটির পূর্বাঞ্চলীয় শহর লিয়নের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানান।

লিয়নের প্রসিকিউটর অফিস হতে বলা হয়, ধর্মীয় বিশ্বাসের ওপর বৈষম্য উস্কে দেয়ার অভিযোগে লি পেনকে বিচারের সম্মুখীন করা হচ্ছে।  এ জন্য অক্টোবরের ২০ তারিখ দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি নিউজ চ্যানেল ফ্রান্স২৪।

লি পেন আল্ট্রা-কনজারভেটিভ ন্যাশনাল ফ্রন্ট (এফএন) পার্টির নেতৃত্বে রয়েছেন।  দলটি তার পিতা জাঁ-মারি প্রতিষ্ঠা করেছিলেন।

২০১০ সালে একটি জনসভায় লি পেন ওই মন্তব্যটি করেছিলেন।  মসজিদ জনাকীর্ণ হওয়ার কারণে ফরাসি মুসলিমদের রাস্তায় নামাজ পড়তে বাধ্য করা হয় বলে বক্তব্যে তিনি উল্লেখ করেন।

লি পেন বলেন, আমরা যদি পেশার বিষয়ে কথা বলি, তাহলে আমরা রাস্তায় নামাজ সম্পর্কে বলতে পারি।  কারণ এটি নিশ্চিতভাবেই একটি আঞ্চলিক পেশা।  কোনো ট্যাংক নেই, কোনো সৈন্য নেই, তথাপিও এটি একটি পেশা।

এটি মানুষের ওপর জোর করে চাপিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।  লি পেনের এমন মন্তব্যের প্রাথমিক তদন্ত ২০১১ সালে বন্ধ হয়ে যায়।  কিন্তু পরের বছর দেশটির একটি মানবাধিকার গ্রুপের অভিযোগের প্রেক্ষিতে ফের তদন্ত শুরু হয়।

লি পেন এই বিচারকে একটি কলঙ্ক বলে অভিহিত করেছেন।  তিনি এ নিন্দা জানিয়েছেন।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে