বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২২:৫৪

‘মেয়েদের কারণেই ছেলেরা বেকার’

‘মেয়েদের কারণেই ছেলেরা বেকার’

আন্তর্জাতিক ডেস্ক : মেয়েদের কারণেই চাকরির আকাল দেশে! দাবি ভারতের ছত্তিসগড়ের দশম শ্রেণীর পাঠ্যবইয়ে।

স্বাধীনতার পর থেকেই পুরুষদের পাশাপাশি মেয়েরাও সমান তালে চাকরি করতে এগিয়ে এসেছেন।  তাই কাজে ভাটা পড়ছে পুরুষদের।  বাড়ছে বেকারত্ব।  এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

নারী ক্ষমতায়নের এ যুগে ছত্তিসগড়ের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত বইয়ে এ দাবি নজরে আসায় শোরগোল পড়ে যায়।  সে রাজ্যের জশপুর জেলার এক শিক্ষক ছত্তিসগড় মহিলা কমিশনে এ বিষয়ে অভিযোগ জানান।  

মহিলা কমিশন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নজরে আনেন।  স্কুলপাঠ্য বইয়ে এমন কথা কী করে লেখা হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠ্যবইয়ে এ ধরনের ভ্রান্তি এর আগেও বিভিন্ন রাজ্যে একাধিকবার ঘটেছে। পশ্চিমবঙ্গেই গত বছর অষ্টম শ্রেণীর ইতিহাসের পাঠ্যবইয়ে ক্ষুদিরাম বোস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রফুল্ল চাকির মতো স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছিল।

২০১৩-তে মহারাষ্ট্রে দসম শ্রেণীর ভুগোল বইয়ে ভারতের মানচিত্রে অরুণাচল প্রদেশকে বাদ দেয়া হয়।  ২০১২-এ সিবিএসই’র পাঠ্যবইয়ে আমিষাশীদের মিথ্যাবাদী, ঠগ ও অপরাধপ্রবণ বলে উল্লেখ করা হয়।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে