সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১১:০১:২৪

বিশ্বে তাক লাগানো উদ্যোগ নিলেন সৌদি বাদশা সালমান

বিশ্বে তাক লাগানো উদ্যোগ নিলেন সৌদি বাদশা সালমান

আন্তর্জাতিক ডেস্ক : বিনিয়োগের ক্ষেত্রে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন সৌদি আরব। দেশটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সার্বভৌম বিনিয়োগ তহবিল গঠন করবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

সূত্র বলছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধারাবাহিকভাবে কমতে থাকায় পণ্যটির ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতেই এই উদ্যোগ নিচ্ছে সৌদি আরব।

সূত্র জানিয়েছে, তহবিলটি হবে দুই ট্রিলিয়ন ডলারের। এ নিয়ে পাঁচ ঘণ্টা আলোচনা শেষে সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ বিনিয়োগ তহবিল গঠনের বিষয়ে নিজের অভিব্যক্তির কথা জানিয়েছেন।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আইপিও বিক্রি ও এর শেয়ার পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে (পিআইএফ) রূপান্তরিত করার মাধ্যমে এ তহবিলই হবে সৌদি সরকারের আয়ের অন্যতম উৎস।

তার মতে, এ তহবিলের সুবাদে বিনিয়োগে বৈচিত্র্য আসবে। ফলে আগামী ২০ বছরের মধ্যে আমাদের দেশ বা অর্থনীতি তেলের ওপর নির্ভরশীল থাকবে না।

তিনি আরও বলেছেন, দুই ট্রিলিয়ন ডলারের এ তহবিলটি সৌদি আরবকে তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সহায়তা করবে। এ কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। সেই সঙ্গে বিশাল এই তেল কোম্পানিটিকে একটি শিল্পভিত্তিক কনগ্লোমারেটে রূপান্তরিত করা হবে। আগামী বছরই আরামকোর শেয়ার আইপিও হিসেবে ছাড়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তেল অনুসন্ধানের পর প্রায় আট দশক পার হয়ে গেছে। এতদিন তেলের ওপর নির্ভর করেই দেশটির অর্থনীতি পরিচালিত হয়েছে। কিন্তু বর্তমানে সৌদি বাদশা সালমানের ৩০ বছর বয়সী ছেলে তেল রপ্তানির দিক থেকে বিশ্বের বৃহত্তম এ দেশটির অর্থনীতির গতিপথ পরিবর্তনের চেষ্টা করছেন। যার অংশ হিসেবেই আরামকোর শেয়ার বিক্রি আগামী বছর বা তারও আগে সম্পন্ন হতে পারে।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে