মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১১:৫৩:১০

১ মাস পর রাজি হলেন ক্ষ্যাপা কিম, তবে...

১ মাস পর রাজি হলেন ক্ষ্যাপা কিম, তবে...

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে রাজি হলেন কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ডাক দিয়েছেন তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরোপিত সুদূরপ্রসারী নিষেধাজ্ঞার একমাস অতিবাহিত হওয়ার পর উত্তর কোরিয়া এ আলোচনার ডাক দেয়। এর ফলে কি দু দেশের সম্পর্কের বরফ গলবে?

দক্ষিণ কোরিয় গণমাধ্যম ইয়নহাপ জানায়, যুদ্ধবিগ্রহের সমাপ্তির ডাক দিয়ে পিয়ংইয়ংয়ের জাতীয় নিরাপত্তা কমিশন এক লম্বা বিবৃতি প্রকাশ করেছে।

উত্তর কোরিয়ার ঐ বিবৃতিতে বলা হয়েছে, একতরফা নিষেধাজ্ঞার চেয়ে স্থায়িত্ব বজায় রাখা বেশি জরুরি এবং বেপরোয়া সামরিক চাপের চেয়ে আলাপ আলোচনার মাধ্যমে ভালো সমাধান খুজে বের করতে হবে।’

এই বিবৃতি ফেব্রুয়ারি ও মার্চ মাসে দেয়া  উত্তর কোরিয়ার উত্তপ্ত হুমকি-ধামকির অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বহন করছে। সে মাসগুলোতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে সিউলকে ‘পাউডার’ বানিয়ে ফেলা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ‘গুপ্তহত্যার’ হুমকির কথা প্রচার করে।

তবে যুক্তরাষ্ট্র বলছে আলোচনা তখনই সম্ভব হবে যখন পিয়ংইয়ং তার কুটনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার অবস্থান থেকে সরে আসবে এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো থেকে বিরত থাকতে বদ্ধপরিকর হবে।
০৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে