আন্তর্জাতিক ডেস্ক : দু’বছরের এক শিশুর গলা থেকে বাহির কারা হলো একটি আস্ত অক্টোপাস! এমনি ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস প্রদেশের উইশিটা শহরে। পুলিশ সূত্রে খবর, শিশুটির গলায় কিছু আটকে থাকার কারণে সে স্বাভাবিক ভাবে শ্বাস নিতে পারছিল না। অবশেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার গলা থেকে ওই অক্টোপাসটি উদ্ধার করেন। অক্টোপাসটির মাথার ব্যাস ২ ইঞ্চি (৫ সেমি)।
স্থানীয় এক সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুসারে, যে অক্টোপাসটি ওই শিশুর গলা থেকে উদ্ধার হয়েছে, সেটি সাধারণত সুশি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত অক্টোপাসের সমগোত্রীয়। তবে একটা আস্ত অক্টোপাস কোথা থেকে এল এবং কী ভাবেই বা সেটা শিশুটির গলায় আটকে গেল তা এখন ডাক্তারদের কাছে স্পষ্ট নয়।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ওই ঘটনা ঘটার সময়ে শিশুটির মা বাড়িতে ছিলেন না। শিশুটি তার মায়ের সঙ্গীর কাছেই ছিল। মা বাড়ি ফিরে দেখেন, শিশুটি প্রায় আচেতন। শিশুটির শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে এবং তার সঙ্গী ম্যাথিউ গ্যালাঘার তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। গলায় অক্টোপাস আটকে যাওয়ার কারণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল। পাশাপাশি, তার মুখে একাধিক ক্ষতচিহ্নও রয়েছে। পুলিশের সন্দেহ, ম্যাথিউ শিশুটির ওপর নিগ্রহ চালিয়েছেন। শিশুনিগ্রহের অভিযোগে ম্যাথিউকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেয়া তথ্য অনুসারে শিশুনিগ্রহে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে। ইউনিসেফের দেয়া পরিসংখ্যানের ভিত্তিতে জানা গিয়েছে, বিগত এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ হাজার শিশুর মৃত্যু হয়েছে বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের অত্যাচারে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে পারিবারিক নিগ্রহ ও অবহেলার কারণে ১৫ বছরের কম বয়সি ২৭ শিশুর মৃত্যু হচ্ছে।
মার্কিন যুক্তিরাষ্ট্রে শিশুনিগ্রহের ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে ইংল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘এভরি চাইল্ড ম্যাটারস’এর প্রেসিডেন্ট মাইকেল পেটিট জানিয়েছেন, সে দেশে অল্পবয়সে গর্ভধারণ, হিংসা, অপরাধপ্রবণতা, দারিদ্র বেশি।
পেটিটের দেয়া বয়ান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে নিগ্রহের কারণে সাত জন শিশুর মৃত্যু হয়। তবে মার্কিন নাগরিকদের উদাসীনতার কারণে নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসে না। এই প্রসঙ্গে উল্লেখ্য, মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের দ্বারা প্রকাশিত এক রিপোর্ট অনুসারে ২০০৫-০৬ অর্থবর্ষে প্রায় ৫ লাখ ৫৩ হাজার শিশু শারীরিক এবং মানসিক ভাবে নিগ্রহের শিকার হয়েছিল।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই