সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৪:২৯:৩২

সেই ক্ষমতা সৌদি আরবের নেই : ইরান

সেই ক্ষমতা সৌদি আরবের নেই : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেলবাহী ট্যাংকারের আন্তর্জাতিক পানিসীমায় চলাচলের ওপর কথিত নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না সৌদি আরব। ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ এ কথা বলেছেন। ইরানের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি শিথিল করার চেষ্টায় এ জাতীয় নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা সৌদি আরব করছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষমতা সৌদি আরবের আছে কিনা সে প্রশ্ন করেন জাঙ্গানেহ। সৌদি আরবের পানিসীমায় ইরানি অপরিশোধিত ট্যাংকারের ঢোকা নিষিদ্ধ করা সংক্রান্ত একটি খবরের বিষয়ে প্রশ্ন করা হলে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

অবশ্য, সৌদি এ প্রচেষ্টাকে নিষ্ফল বলে এরই মধ্যে বিশেষজ্ঞরা মনে করছেন। ইরানের প্রধান দু’টি তেল টার্মিনাল খার্গ এবং লাভান দ্বীপে অবস্থিত। এ দুই টার্মিনালে যাতায়াতের জন্য তেলবাহী ট্যাংকারগুলোকে সৌদি পানিসীমায় ঢোকার কোনো প্রয়োজনই পড়ে না। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের দীর্ঘমেয়াদি কৌশলগত কমিটির সাবেক সদস্য পারভিজ মিনা এ কথা জানান। এ ছাড়া, পারস্য উপসাগর পথে যাতায়াতকারী জাহাজগুলোকেও সাধারণ ভাবে সৌদি পানিসীমা স্পর্শ করতে হয় না।

অবশ্য কোনো ট্যাংকার যদি ইরান ও সৌদি আরবের অপরিশোধিত তেল কিনতে চায় তখন সমস্যা হবে বলে জানান পারভেজ মিনা। তবে দুই জাতের তেল একটি ট্যাংকারে ভরার মতো ঘটনা সাধারণ ভাবে কখনোই ঘটে না বলেও জানান তিনি।

সব মিলিয়ে ইরানের তেল রফনাতির ক্ষেত্রে সৌদি ঘোষণার কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না বরং একে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের নতুন উস্কানি হিসেবে বিবেচনা করা যায় বলে জানান তিনি।-আইআরঅাইবি
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে