বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৪:৪২:৪৩

'মার্কিন বিমানের নজর রাশিয়ার দিকে'

'মার্কিন বিমানের নজর রাশিয়ার দিকে'

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ২৫ বছরের মধ্যে প্রথম বি-৫২ কৌশগত বোমারু বিমান মোতায়েন আমেরিকা। রাশিয়ার প্রতি লক্ষ্য রেখে এ সব বিমান কাতারে মোতায়েন করা হয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।

কাতারের মার্কিন বিমান ঘাটি পরমাণু বোমা বহনে সক্ষম এ সব এ বিমান গত সপ্তাহে মোতায়েনে ঘোষণা দিয়েছে মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডের জন সংযোগ বিভাগ। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের অজুহাতে এ সব বিমান মোতায়েন করা হয়।

বহুমুখী কৌশলগত ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমান। বোয়িং’এর তৈরি এ বিমান ১৯৫৫ সাল থেকে মার্কিন বিমান বাহিনী ব্যবহার করছে। পনর কিলোমিটার উঁচু দিয়ে ‘সাবসোনিক স্পিড’ পরমাণু বোমাসহ নানা ধরণের বোমা বহন করতে পারে বি- এ ছাড়া, কৌশলগত ক্ষেপণাস্ত্রও বহন করে এ বিমান। ২০৪০ সাল পর্যন্ত বি-৫২ বিমান মার্কিন বিমান বাহিনীর প্রধান কৌশলগত বোমারু বিমান হিসেবে থাকবে। ৫২। বিমানের ক্ষেত্রে ঘণ্টায় আড়াইশ মাইলের কম গতিকে ‘সাবসোনিক স্পিড’ বলা হয়।

এখানে উল্লেখ্য সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর দায়েশ বিরোধী অভিযানে দীর্ঘপাল্লার বিমান ব্যবহার করেছে রাশিয়া। পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী টিইউ-১৬০ হোয়াইট সোয়ান এবং টিইউ-২২এমথ্রি বিমান ব্যবহার করেছে রাশিয়া।

অবশ্য, দীর্ঘপাল্লার বি-৫২ কেবল দায়েশ বিরোধী লড়াইয়কে সামনে রেখে মোতায়েন করা হয়েছে সে কথা মানছেন না অনেক সমর বিশ্লেষক। রুশ একাডেমি অব সায়ন্সের ইন্সটিটিউট অরিয়েনটাল স্টাডিজের সদস্য ভ্লাদিমির স্টোনিকোভও একই কথা মনে করেন। তিনি মনে করেন, রাশিয়ার প্রতি নজর রেখে এ সব বিমান মোতায়েন করেছে আমেরিকা। কাতার থেকে এ সব বোমারু বিমান অনায়াসেই রুশ সীমান্তে হানা দিতে পারবে বলে জানান তিনি।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে