আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পর এবার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইকুয়েডর। দেশটির উপকূলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূ-কম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টার (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা) দিকে ইকুয়েডরের দক্ষিণ উপকূলীয় শহর মুসনি থেকে ২৮ মাইল দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১২ মাইল গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে উত্তাল সামুদ্রিক ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
ইকুয়েডর বিশ্বের গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটি মূল ভূখণ্ড থেকে প্রায় ১০০০ কিলোমিটার (৬২০) মাইল) পশ্চিমে অবস্থিত। এর আগে ২০১০ সালের ১২ আগস্ট ইউকুয়েডরে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
১৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস