রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ১০:০৪:২১

নিহতের সংখ্যা বেড়ে ২৮, ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি

নিহতের সংখ্যা বেড়ে ২৮, ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইকুয়েডরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮। এতে অন্তত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির উপকূলের কাছে ভূমিকম্প আঘাত হানার পর ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পে ইকুয়েডরের রাজধানী কিটোর ভবনগুলো কেঁপে ওঠে। বিভিন্ন এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি আঘাত হানতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় এলাকা ত্যাগ করতে সেখানকার অধিবাসীদের পরামর্শ দিয়েছে সরকার।
১৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে